Wednesday, February 16, 2011

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য পেয়েছে ৫৪ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৯৯৩ জন ট্যালেন্টপুলে ও ৩২ হাজার ৬৮০ জন সাধারণ বৃত্তি পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ২০১০ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঘোষণা করেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী আফছারুল আমীন। এ সময় প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃত্তির ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাচ্ছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১০-এর ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা করা হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগওয়ারি বৃত্তি পেয়েছে—রাজশাহী বিভাগে ট্যালেন্টপুলে দুই হাজার ৮৫৩ ও সাধারণ কোটায় চার হাজার ৯০৪; রংপুর বিভাগে ট্যালেন্টপুলে দুই হাজার ৭১৬ ও সাধারণ কোটায় তিন হাজার ৪৬০; খুলনা বিভাগে ট্যালেন্টপুলে দুই হাজার ২৯৬ ও সাধারণ কোটায় তিন হাজার ৯৪৪; ঢাকা বিভাগে ট্যালেন্টপুলে সাত হাজার ৮৭ ও সাধারণ কোটায় নয় হাজার ৪৮; চট্টগ্রাম বিভাগে ট্যালেন্টপুলে চার হাজার ৩৮১ ও সাধারণ কোটায় ছয় হাজার ৬১২; বরিশাল বিভাগে ট্যালেন্টপুলে এক হাজার ২০৬ ও সাধারণ কোটায় দুই হাজার ৪৭২ এবং সিলেট বিভাগে ট্যালেন্টপুলে এক হাজার ৪৫৪ ও সাধারণ কোটায় দুই হাজার ২২৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ২০০ ও সাধারণ কোটায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ১৫০ টাকা করে পাবে। এ ছাড়াও প্রতিবছর এককালীন ১৫০ টাকা করে পাবে। এই বৃত্তির মেয়াদ হবে পরবর্তী তিন বছর (অষ্টম শ্রেণী পর্যন্ত) পর্যন্ত। মন্ত্রী বলেন, মোট ৫৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার কথা থাকলেও হিসাব-নিকাশ করে কিছু কম দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment