আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে। 
আমি শুধু বলি কেউ একজন শুধু একবার 
আমার ঘরের ভেতর থেকে দরজার সিটকিনিটা খোলে দিক। 
ঘরের বাইরে থেকে দরজার সিটকিনি খুলতে খুলতে 
আমি এখন বড্ড বেশি ক্লান্ত।  
আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে। 
এঁটো বাসন, জামা কাপড় এগুলো আমি নিজেই ধুতে পারি। 
আমি শুধু বলি পাটশাক ভাঁজা দিয়ে গরম ভাত খাবার সময় 
কেউ একজন শুধু একবার আমাকে জিজ্ঞেস করুক 
আমার আরও একটি কাচা লংকা লাগবে কি না? 
আমি বলি না আমাকে ভালোবাসতেই হবে। 
আমি শুধু বলি কেউ একজন শুধু একবার 
আমাকে জিজ্ঞেস করুক 
তোমার চোখ এতো লাল কেন?
 
No comments:
Post a Comment