সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল গত সোমবার প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ হাজার ৬৭০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ১৭ ফেব্রুয়ারি থেকে জাতীয় শিক্ষাব্যবস্থা একাডেমিতে (নায়েম) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক দীপক কুমার নাগ গতকাল প্রথম আলোকে জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.moedu.gov.bd, www.dshe.gov.bd) ফল পাওয়া যাবে। পাশাপাশি টেলিটক মোবাইল ফোনেও নির্ধারিত পদ্ধতিতে ফল জানা যাবে। তিনি আরও জানান, এক হাজার ৯৬৮টি পদের জন্য এই পরীক্ষায় আবেদনকারী ছিলেন এক লাখ ৩২ হাজার ২৯৯ জন।
 
No comments:
Post a Comment