আজ সোমবার ৩১তম বিসিএসের আবেদনপত্র বিতরণ শুরু হচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, ৩১তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে পদ বাড়ানো যেতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানিয়েছেন, ৩১তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১০৮টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে পদ বাড়ানো যেতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল পাঁচটা।
গত ২৬ জানুয়ারি বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ২৪০ জন, পররাষ্ট্রে ১৫, পুলিশে ২৯, করে ৫০, শুল্কে ৯৮ জনসহ সাধারণ ক্যাডারে ৫৯৮টি পদ আছে। কারিগরি ক্যাডারে মোট পদ ৫৫৪টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে কৃষিতে। এর সংখ্যা ২২০। এ ছাড়া সহকারী সার্জন পদে ৪৫ ও ডেন্টাল সার্জন পদে ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সাধারণ কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৯৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, সোনালী ব্যাংকের নির্ধারিত ৩০টি শাখায় আবেদনপত্র পাওয়া যাবে। প্রার্থী ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান, সেখান থেকে ফর্ম নিতে হবে। কমিশনের প্রধান কার্যালয় বা কোনো আঞ্চলিক কার্যালয়ে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র জমা দিতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে অথবা জেলা প্রশাসকের নির্ধারিত স্থানে। সেখান থেকেই প্রবেশপত্র দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়ে প্রচণ্ড ভিড় এড়াতে দ্রুত আবেদনপত্র দাখিল করার অনুরোধ জানিয়েছে সরকারি কর্মকমিশন।
এ ছাড়া ৩১তম বিসিএস পরীক্ষাসংক্রান্ত বিজ্ঞাপন কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
 
No comments:
Post a Comment