Sunday, April 24, 2011

নয়াপাড়ার কৃতি সন্তানেরা


সরকারি -প্রথম শ্রেণী 
০১. মুখলেছুর রহমান শামীম  এসএসসি(১৯৮৮)
এমবিবিএস (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), ডিএলও,এফসিপিএস (বঙ্গবন্ধু মেডিকেলবিশ্ববিদ্যালয়)
জব: বিসিএস ক্যাডার, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার
ফোন-
 
দ্বিতীয় শ্রেণী
০১. শ্যামল বনিক  এসএসসি(১৯৯৩)
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
জব: র‌্যাব
ফোন-

বেসরকারি
০১. মো. আব্দুল মান্নান   এসএসসি(১৯৯২)
অনার্স,মাস্টার্স(সমাজ বিজ্ঞান বিভাগ), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জব: সিনিয়র এক্সিকিউটিভ, সিটিসেল,ঢাকা
ফোন-
০২. জহির রায়হান আলম  এসএসসি(১৯৯৩)
বিবিএ,এমবিএ(মার্কেটিং বিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়।

জব: 
ফোন-  
০3. হেলাল  এসএসসি(১৯৯৩)
বিবিএ,এমবিএ(মার্কেটিং বিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়।

জব: 
ফোন-   
০4. বিপ্লব কুমার বাপ্পি   এসএসসি(১৯৯৪)
অনার্স,মাস্টার্স(রসায়ন বিজ্ঞান বিভাগ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জব: শিক্ষক, রসায়ন বিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ
ফোন-
০5. জহির ইকবাল মনির   এসএসসি(১৯৯৬)
এমবিএ, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়
জব: এসএমই চ্যানেল ম্যানাজার, বাংলালিংক,সিলেট
ফোন-০১৯২৪৪০০৩২৯
০6. মো.আমিনুর রহমান জসিম   এসএসসি(২০০০)
বিএসসি ইঞ্জিনিয়ার(কম্পিউটার), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
জব: আউটসোর্সিং এবং কলাম লেখক, কম্পিউটার প্রতিদিন বিভাগ, প্রথমআলো
ফোন- 
০7. জহির উদ্দিন   এসএসসি(২০০২)
অনার্স(ইংরেজি বিভাগ), স্টেট বিশ্ববিদ্যালয়
জব: Admin officer, বি.ইউ.বি.টি (বিশ্ববিদ্যালয়), মিরপুর,ঢাকা 
ফোন-

বিদেশ
০১. মো.জহির জাহাঙ্গীর  এসএসসি(১৯৮৯)
এমবিএ, লন্ডন সাউথ ব্যাংক বিশ্ববিদ্যালয়, ইউ কে
জব: Tesco Plc, UK.
ফোন-
০২. এনামুল হক সুমন   এসএসসি(১৯৯৮)
অনার্স (সমাজ বিজ্ঞান বিভাগ), শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
জব: McDonald, UK.
ফোন-
০৩. ওবায়দুল কবীর খোকন  এসএসসি(১৯৯৯)
অনার্স,মাস্টার্স(আইন বিভাগ), স্টামফোর্ট বিশ্ববিদ্যালয়
Studding Barrister at Law, University of London. 
জব: Advocate Bangladesh Supreme Court. And
Admin & IT officer, Walthamstow Business College, London. And
Teacher, Al-Huda Trust & Islamic Center, London.
ফোন-

শিক্ষিত
পাবলিকবিশ্ববিদ্যালয়
০১.সুজিত পাল এসএসসি(১৯৯০) বিবিএ,এমবিএ(মেনেজমেন্ট বিভাগ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
০৮.আব্দুল আজিজ            শিক্ষাবর্ষ(২০০২-০৩)  সমাজবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি।
০৯.পার্থ প্রথিম ভট্টাচার্য       শিক্ষাবর্ষ(২০০২-০৩)  সমাজকর্ম বিভাগ, শাবিপ্রবি।
১১.শেখ হাবীবা নাসরিন       শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  ভূগোল বিভাগ, জা.বি।
১২.মৌসুমী আফরোজ তাপসী শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  সমাজকর্ম বিভাগ, শাবিপ্রবি।
১৩.হারুনুর রশীদ              শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  পদার্থবিজ্ঞান বিভাগ, ঢা.বি।
১৪.কামরুজ্জামান রনি         শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  গণিতবিভাগ, .বি।
১৫.ফরহাদুল ইসলাম সাগর শিক্ষাবর্ষ(২০০৭-০৮)টেক্স.ইঞ্জি.টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।
১৬.ফখরুদ্দিন ভুঁইয়া           শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  সাংবাদিকতা বিভাগ, .বি।
১৭.তুষার পাল                 শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  পরিসংখ্যান বিভাগ, .বি।
১৮.আরিফ বিন সালেহ  শিক্ষাবর্ষ(২০০৮-০৯) ওসমানী মেডিকেলকলেজ,সিলেট।
১৯.রৌশন আরা তাপসী       শিক্ষাবর্ষ(২০০৮-০৯)  গণিতবিভাগ, ঢা.বি।
২০.তামান্না মুনিরা             শিক্ষাবর্ষ(২০০৮-০৯)  লোকপ্রশাসন বিভাগ, শাবিপ্রবি।
২১.সাবিনা ইয়াসমিন          শিক্ষাবর্ষ(২০০৯-১০)  ডি.ভি.এম.বিভাগ, সি.কৃ.বি।
২২.তাহমিনা ইয়াসমিন তান্নি শিক্ষাবর্ষ(২০১০-১১)  বগুড়া মেডিকেলকলেজ, বগুড়া।
২৩.সৈয়দ গোলাম রাব্বানী    শিক্ষাবর্ষ(২০১০-১১)  আর্কিটেকচার বিভাগ, শাবিপ্রবি।
২৪.স্বপন চক্রবর্তী              শিক্ষাবর্ষ(২০১০-১১)  এগ্রিকালচার বিভাগ, সি.কৃ.বি।
 
প্রাইভেটবিশ্ববিদ্যালয়
০১.সুরঞ্জিত দেবনাথ সুমন    শিক্ষাবর্ষ(২০০২-০৩)  খাদ্যবিজ্ঞান         স্টেটবিশ্ববিদ্যালয়।
০৩.শরিফুর রহমান           শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  বিবিএ             ইস্টার্নবিশ্ববিদ্যালয়।
০৪.হাবিবুর রহমান টিটু      শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  রাগীবরাবেয়া মেডিকেলকলেজ,সিলেট।
০৫.সৈয়দা সুলতানা সোহানা শিক্ষাবর্ষ(২০০৪-০৫) ফার্মেসীবিভাগ ইস্টওয়েস্টবিশ্ববিদ্যালয়।
০৭.হাবিবুর রহমান            শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  ফার্মেসীবিভাগ       গণবিশ্ববিদ্যালয়।
০৮.আহমেদ শরীফ            শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  বিবিএ                       ইউল্যাব।
০৯.আবুসালেহ মো.সজীব    শিক্ষাবর্ষ(২০০৬-০৭) শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ। 

১০.সৈয়দ জিলানী মাহমুদ    শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  ইলেকট্রিক্যালইঞ্জি.   .আই.ইউ.বি।
১১.সাইফুর রহমান লিখন     শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  আইনবিভাগ    ইস্টার্ন বিশ্ববিদ্যালয়।
১২.মাঈনুল ইসলাম বাপ্পী     শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  আইনবিভাগ     ইস্টার্ন বিশ্ববিদ্যালয়।
১৩.পলাশ                      শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  বিবিএ    মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়।
১৪.ইব্রাহিম খান তুহিন       শিক্ষাবর্ষ(২০১০-১১) ইলেকট্রিক্যালইঞ্জি.ইস্টার্নবিশ্ববিদ্যালয়।
১৫.আসিফ ইকবাল           শিক্ষাবর্ষ(২০১০-১১) ইলেকট্রিক্যালইঞ্জি.ইস্টার্নবিশ্ববিদ্যালয়।
 
জাতীয়বিশ্ববিদ্যালয়
০৩.বোরহান উদ্দিন টিটু   শিক্ষাবর্ষ(১৯৯৭-৯৮)  হিসাববিজ্ঞান বিভাগ     বৃন্দাবনকলেজ।
০৪.পপি                    শিক্ষাবর্ষ(১৯৯৮-৯৯) সমাজকল্যাণবিভাগ কুমিল্লামহিলাকলেজ।
০৫.নেলী                   শিক্ষাবর্ষ(১৯৯৯-০০) মেনেজমেন্ট বিভাগ      বিবাড়িয়াকলেজ। 
০৬.নিপা                   শিক্ষাবর্ষ(১৯৯৯-০০) মেনেজমেন্ট বিভাগ      বিবাড়িয়াকলেজ।
০৭.আক্তারুজ্জামান সুমন শিক্ষাবর্ষ(২০০০-০১) ইংরেজি বিভাগ         ভিক্টোরিয়াকলেজ।
০৮.শিউলী আক্তার        শিক্ষাবর্ষ(২০০১-০২) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ      বিবাড়িয়াকলেজ।
০৯.সাখাওয়াত হোসেন   শিক্ষাবর্ষ(২০০২-০৩) উদ্ভিদবিজ্ঞান বিভাগ       এমসিকলেজ।
১০.নাঈমা ইয়াসমিন সুচি শিক্ষাবর্ষ(২০০২-০৩)  অর্থনীতি বিভাগ         ইডেনকলেজ।
১১.জোবায়ের আহমেদ    শিক্ষাবর্ষ(২০০২-০৩)  মেনেজমেন্ট বিভাগ   ভিক্টোরিয়াকলেজ।
১২.কামরুন নাহার কচি   শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  দর্শনবিভাগ               এমসিকলেজ।
১৩.জসিম উদ্দিন           শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  বাংলাবিভাগ              এমসিকলেজ।
১৪.আব্দুল হান্নান           শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  উদ্ভিদবিজ্ঞান বিভাগ     এমসিকলেজ।
১৫.আরিফুর রহমান        শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  হিসাববিজ্ঞান বিভাগ   বৃন্দাবনকলেজ।
১৬.এসএম রিয়াদ        শিক্ষাবর্ষ(২০০৩-০৪)  হিসাববিজ্ঞান বিভাগ    বৃন্দাবনকলেজ।
১৭.সাহিরুল ইসলাম       শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  দর্শনবিভাগ             বৃন্দাবনকলেজ।
১৮.রাসেল বড়ুয়া           শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  মেনেজমেন্ট বিভাগ      বৃন্দাবনকলেজ।
১৯.প্রেমতোষ পাল          শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  হিসাববিজ্ঞান বিভাগ    বৃন্দাবনকলেজ।
২০.আফসার উদ্দিন মিশু   শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  হিসাববিজ্ঞান বিভাগ    বৃন্দাবনকলেজ।
২১.লুবনা ইয়াসমিন রুচি   শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  ইংরেজিবিভাগ         বিবাড়িয়াকলেজ।
২২.নাজমুল আলম নাজিম শিক্ষাবর্ষ(২০০৪-০৫)  বাংলাবিভাগ             বৃন্দাবনকলেজ।
২৩.গিয়াস উদ্দিন           শিক্ষাবর্ষ(২০০৫-০৬)  ইংরেজিবিভাগ          এম.সি.কলেজ।
২৪.মোতাব্বির হোসেন নঈম শিক্ষাবর্ষ(২০০৫-০৬) মেনেজমেন্টবিভাগ     বৃন্দাবনকলেজ।
২৫.লোকমান হোসেন        শিক্ষাবর্ষ(২০০৬-০৭) বাংলাবিভাগ           বৃন্দাবনকলেজ।
২৬.ইয়াসিনজাবের জাহাঙ্গীর শিক্ষাবর্ষ(২০০৬-০৭) গণিতবিভাগ    মৌলভীবাজারকলেজ।
২৭.শারফুদ্দিন অন্তু          শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  মেনেজমেন্ট বিভাগ    বৃন্দাবনকলেজ।
২৮.ইয়াসির আরাফাত      শিক্ষাবর্ষ(২০০৬-০৭)  রাষ্ট্রবিজ্ঞান বিভাগ     বৃন্দাবনকলেজ।
২৯.সায়েম                   শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  রসায়নবিজ্ঞান বিভাগ এম.সি.কলেজ।
৩০.সীতেশ দেবনাথ         শিক্ষাবর্ষ(২০০৭-০৮)  প্রাণিবিজ্ঞান বিভাগ    বৃন্দাবনকলেজ।

৩১.উম্মে হাফসা জেবু       শিক্ষাবর্ষ(২০০৮-০৯) হিসাব বিজ্ঞান বিভাগ বৃন্দাবন কলেজ।
 


বি.দ্র. যাঁদের বাসা(স্থায়ী/অস্থায়ী) নয়াপাড়া বা যাঁরা সৈয়দ সঈদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তাঁদের মধ্যে থেকে তালিকাটি করা হয়েছে। তালিকাটি অনার্স বা সমমান এবং সিনিয়রিটির ভিত্তিতে সাজানো হয়েছে। কারো ইনফরমেশনে কোন ভুল থাকলে বা কারো নাম বাদ পড়লে অনুগ্রহপূর্বক জানাবেন। (নাম, এসএসসি(সাল), শিক্ষাগত যোগ্যতা, পেশা, ঠিকানা) লিখে nayaparaup@gmail.com মেইলে বা http://www.facebook.com/nayapara ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিয়ে জানাবেন। ধন্যবাদ।

Wednesday, April 20, 2011

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা


আমি ফিনল্যান্ডে আসার পর পরিচিত অনেকেই এই ব্যাপারে জানতে চেয়েছেনসবাইকেই আমি ব্যাক্তিগতভাবে রিল্পাই দেওয়ার চেষ্টা করেছি যদিও এইটা অনেক সময় সাপেক্ষ ছিল তাই চিন্তা করলাম যে ব্লগলিখলে হয়তো সবার জন্য আরো উপকারি হবে
ফিনল্যান্ডে সাধারনত -টা ভাগঃ
. আন্ডারগ্রাডঃ- ব্যাচেলর
. পোষ্টগ্রাডঃ- মাস্টার্স এবং পি এইচ ডি
আন্ডারগ্রাডঃ
ওদের আন্ডারগ্রাড গুলো মূলত পলিটেকনিক বেইজড এইখানে আন্ডারগ্রাডের জন্য ভর্তি পরিক্ষা দেয়া লাগেভর্তি পরিক্ষা দেওয়ার জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয়ফরম পুরন করার সময় পলিটেকনিক /বিশ্ববিদ্যালয়ের ক্রমানুসারে -টা চয়েস দেওয়া যায় এরপর এস.এস.সি, এইস.এস.সি-এর মার্কশীট, সার্টিফিকেট অন্যান্য প্রয়োজনিও কাগজ পত্র সহ, যে বিশ্ববিদ্যালয় প্রথম চয়েস সেই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এরপর ওরা ভর্তি পরিক্ষার তারিখ, সময় জানিয়ে আপনাকে চিঠি পাঠাবে ভর্তি পরিক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে আপনার চয়েস লিস্টের যেকোন একটাতে ভর্তির সুযোগ পাবেন ভর্তি পরিক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হয়ে থাকে আর অনলাইন আবেদন করার শেষ সময় সাধারনত ফেব্রুয়ারির শেষ সপ্তাহ এই লিঙ্কে আরো বিস্তারিত জানতে পারবেনঃ Click This Link
আন্ডারগ্রাডের ব্যাপারে এরচেয়ে বেশি আমার ধারনা নাই যদি পরবর্তিতে আরো তত্ত পাই, তাইলে যোগ করবো
পোষ্টগ্রাডঃ
পোষ্টগ্রাডে ভর্তির জন্য কোনো পরিক্ষা দেওয়া লাগেনা অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা অনুযায়ী প্রয়োজিনয় কাগজপত্র ওদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এরপর আপনার এডমিশন কনফার্ম হলে ওরা আপনাকে মেইল দিয়ে জানাবে এমনকি এডমিশন কনফার্ম হওয়ার পর আপনি চাইলে বছর ডেফার/পোস্টপন্ড করতে পারবেন
ফিনল্যান্ডে একটা সুবিধা হল আপনি ফাইনাল ইয়ার স্টুডেন্ট হলেও আবেদন করার সুযোগ পাবেন যেমন আপনার ফাইনাল রেজাল্ট পেতে পেতে যদি আবেদনের তারিখ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কাগজপত্র পাঠানোর সময় আপনি বিশ্ববিদ্যালয়/ডিপার্টম্যান্ট থেকে ইস্যু করা একটা লেটার পাঠাতে পারেন, যেখানে উল্ল্যেখ করা থাকবে যে, আপনার রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে আর যেহেতু ট্রান্সক্রিপ্ট পাওয়ার সুযোগ নাই, তাই যতটুকু পর্যন্ত রেজাল্ট পাবলিশ হইসে, সেইগুলার কপি সাথে পাঠালেই হবে
আমি তাই করছিলাম এবং আমি এইখানে এসে ক্লাস শুরু মাস পর আমার মেইন ট্রান্সক্রিপ্ট জমা দিসি এইখানে রুলস গুলো স্টুডেন্টদের জন্য খুবই নমনীয়
আবেদন করার সময় মটিভেশন লেটার/স্টেইটমেন্ট অফ পারপাস টা ভাল করে লিখতে হবে আর রেকমেন্ডেশনের ক্ষেত্রে প্রফেসরদের রেকমেন্ডেশন হলে ভাল হয় কারন এডমিশনের ক্ষেত্রে ওরা এই দুইটা ব্যাপারে গুরুত্ত বেশি দেয়
# আবেদনের সময়ঃ ডিসেম্বর - ফেব্রুয়ারি (কোন কোন টায় মার্চ পর্যন্ত)
# সাধারনত যা যা লাগেঃ
- মটিভেশন লেটার/ স্টেইটমেন্ট অফ পারপাস
- টা রেকমেন্ডেশন লেটার
- টোফেল/আই..এল.টি.এস
- জি.আর. (সাবজেক্ট ভেদে)
এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে আবেদনের স্পেসিফিক রিক্যয়ারমেন্ট দেওয়া থাকে তাই আবেদন পত্র পাঠানোর সময় ভাল করে দেখে নেবেন
আরেকটা জিনিস এইখানে বলে রাখা ভাল আবেদনের সময় সবকিছু নিজে নিজে করাই ভাল কোন এজেন্ট বা দালাল না ধরাই ভাল প্রসেসিংয়ের এই কাজ গুলাই ওরা করবে, মধ্যেথেকে আপনার কাছ থেকে টাকা নিবে
এখন আসি টাকা-পয়সার ব্যাপারেঃ
সাধারনত ফিনল্যান্ডে মাস্টার্সে ফান্ড পাওয়া যায় না (ইরাসমাস ব্যাতিত) পি.এইচ.ডি এর জন্য ফান্ড পাওয়া বেশ কঠিন কিন্তু এইখানে মাস্টার্স করার পর পি.এইচ.ডি' জন্য আবেদন করলে সহজে ফান্ড পাওয়া যায় এইখানের সুবিধা হইল যে কোন টিউশন ফী দেওয়া লাগে না (শুধু মাত্র আলতো বিশ্ববিদ্যালয় ছাড়া, নং লিঙ্ক দ্রষ্টব্য, এইটাতে ২০১১- ২০১২ থেকে টিউশন ফি দিয়ে দিসেমানে এই বছর যারা আশবে তাদেরকে দিতে হবে বছরে ৮০০০ ইউরো! শুধু থাকা খাওয়ার খরচ নিজে ম্যানেজ করা লাগে থাকা খাওয়ার জন্য মাসে গড়ে ৩৫০-৩৭০ ইউরো খরচ পড়ে তবে শেয়ারে থাকলে খরচ অনেক কম পড়বে
# রোম ভাড়াঃ ২২০-২৪০ ইউরো
# খাওয়াঃ ৮০-৯০ ইউরো
# অন্যান্যঃ ২০-৪০ ইউরো
এই খরচের হিসাবটা একজনের একা থাকার ক্ষেত্রে শহর ভেদে কম-বেশি হতে পারে
থাকার জন্য স্টুডেন্ট এপার্টমেন্ট আছে সাধারনত সবাই এটাতেই থাকে আর স্টুডেন্ট এপার্টমেন্ট গুলো বিশ্ববিদ্যালয়ের আশে পাশে হওয়াতে যাতায়াত খরচ নাই বললেই চলে যেমন আমার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বা নিত্যদিনের বাজার সদাই কিনতে কোন যাতায়াত খরচ লাগে না কারন বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্টাল স্টোরে হেটে যেতে / মিনিট সবই খুব কাছাকাছি দুরত্তে তারপরও মাসে ১০/১৫ ইউরো বাস কার্ডে খরচ হয়
আয়ের উৎসঃ
এইখানে স্টুডেন্টরা পার্টটাইম কাজ করার সুযোগ পায় সপ্তাহে ২৫ ঘন্টা তবে নতুন অবস্থায় এসে কাজ পেতে সমস্যা হয় তাই আমি বলবো প্রথমে আসার সময় - মাসের থাকা খাওয়ার খরচ নিয়ে আসা ভাল
পার্টটাইম কাজ সাধারনত ক্লিনিং কোম্পানি গুলোতেই হয় কারন অন্যান্য কাজের জন্য ভাষাটা প্রধান সম্যসা ফিনিশ ভাষা না জানলে অন্যান্য কাজ গুলো সাধারনত পাওয়া যায় না
আই.টি স্টুডেন্টদের আরেকটা সুবিধা আছে ডেমলা নামে একটা ওরগানাইজেশন আছে, যারা বিভিন্ন সফটওয়্যার কোম্পানি থেকে প্রজেক্ট নিয়ে স্টুডেন্টদের দিয়ে করিয়ে থাকে অনেকটা ফ্রিল্যানসিংয়ের মত আর এইরকম কাজের অভিজ্ঞতা পরবর্তিতে জবের জন্য ভাল হয় আমি বর্তমানে এইরকম একটা প্রজেক্টে কাজ করতেসি এমনকি আপনার কোন একাডেমিক প্রজেক্টের ক্রেডিট এই প্রজেক্টে ঢুকাতে পারবেন
ডেমলার ব্যাপারে জানতে হলেঃ http://www.demola.fi
আইটির জন্য ফিনল্যান্ড ভাল অপশন জবের অবস্থাও ভাল নকিয়া ছাড়াও অন্যান্য সফটওয়ার ফার্মে কাজ পাওয়ার ভাল সুযোগ আছে প্রথম বছর হয়তো একটু কষ্ট হবে কিন্তু নির্দিষ্ট পরিমান ক্রেডিট সম্পন্ন করার পর জব/ফান্ডিং ম্যানেজ হয়ে গেলে তখন আরাম- আরাম!
আবার ৫০-৬০ ক্রেডিট সম্পন্ন করার পর টি. শিপের জন্য আবেদন করা যায় আর টি. হলে মাস্টার্স থিসিস পরে পি এইচ ডি ফান্ডিং এর জন্য সুবিধা হয়
মাস্টার্স করতে দেড় থেকে দুই বছর লাগে আর ১২০ ক্রেডিট সম্পপন্ন করা লাগে কিন্তু আপনি চাইলে বেশি সময় নিতে পারেন চার বছরের মধ্যে শেষ করলে হবে বিশ্ববিদ্যালয় গুলো দুই বছরের মধ্যে করার জন্য রেকমেন্ড করে আর পি এইচ ডি' ক্ষেত্রে সময়টা সাড়ে তিন থেকে ছয় বছর

আপনি কোন পথে যাবেন?
# আপনার যদি চাকুরি করার ইচ্ছা থাকে, তাহলে মাস্টার্সই যথেষ্ঠ এমনকি আপনি ৯০ ক্রেডিট সম্পন্ন করার পর, থিসিস করার পাশাপাশি জবের জন্য আপ্লাই করতে পারেন
# আর যদি আপনি একাডেমিক লাইনে থাকতে চান তাহলে, টি শিপটা আপনার জন্য ভাল এটা নির্ভর করছে আপনার উপর
এইখানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের লিঙ্ক দিলামঃ
. http://universityadmissions.fi/ (এইটা একটা সেন্ট্রাল এডমিশন সাইট)
 আমার তথ্য গুলো বেশিরভাগই প্রকৌশল বিজ্ঞান বিষয়ের উচ্চতর শিক্ষার ব্যাপারে তবে উপরের লিঙ্ক গুলোতে ব্রাউজ করলে আশা করি অন্যরাও রেলেভেন্ট জিনিস গুলো পাবেন
এডমিশনের পর পরবর্তি প্রসেসিং নিয়ে আরেকটা পোস্ট দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি হয়! আর এইটা আমার প্রথম পোস্ট তাই এলে-বেলে হইতে পারে হয়তো ঠিকমত সাজাইতে পারি নাই কোন ভুল থাকলে ক্ষমা করবেন পড়ার জন্য ধন্যবাদ। 
-ইন্টারনেট থেকে পাওয়া